আউটসোর্সিং চাকরির মেয়াদ, বেতন, নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন 

আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন 

আউটসোর্সিং সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি। যার কারণে এই চাকরির মেয়াদ কতদিন তা নিয়ে আমাদের প্রশ্নের অন্ত নেই। তাই আসুন আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন থাকে এবং মেয়াদ বৃদ্ধি উপায় জেনে নেই। 

আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন

সাধারণত আমাদের দেশে আউটসোর্সিং চাকরির মেয়াদ থাকে সবোর্চ্চ ৩ বছর। কিন্তু এটা একদম নির্ধারিত সময় নয়। কারণ আউটসোর্সিং চাকরির মেয়াদ উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্ধারণ করবে। 

নিয়োগ পত্রে পরিষ্কার ভাবে উল্লেখ করা থাকে, এটা সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি। এই চাকরি হতে যেকোনো সময় আপনাকে প্রত্যাহার বা অপসারণ করা হবে।

আউটসোর্সিং চাকরির মেয়াদ বাড়ানোর কোন উপায় আছে? 

আউটসোর্সিং চাকরির মেয়াদ বাড়ানোর কোন উপায় নাই। কেউ ইচ্ছা করলে এই চাকরির মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। কারণ এটা একটি অস্থায়ী চাকরি। আচ্ছা সরকারিকরণ বা মেয়াদ বৃদ্ধি করার কোন সুযোগ নেই। 

আউটসোর্সিং চাকরি কি সরকারি চাকরী?

আউটসোর্সিং সরকারি চাকরি নয়। এটা অস্থায়ী একটি চাকরি। এই চাকরি হতে আপনাকে যেকোনো সময় অপসারণ করা হতে পারে। এই চাকরির মেয়াদকাল সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল।

আউটসোর্সিং চাকরি কি স্থায়ী হয়

আউটসোর্সিং চাকরি স্থায়ী হবার সম্ভবনা অনেক কম। কারণ দীর্ঘ কয়েক দশক ধরে আউটসোর্সিং চাকরি স্থায়িত্বকরণের দাবি জানিয়ে আসছেন চাকরিজীবীরা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আউটসোর্সিং চাকরি স্থায়ী করার লক্ষ্যে আন্দোলন করছেন।

আউটসোর্সিং চাকরি কি সরকারিকরণের সুযোগ আছে? 

আরো পড়ুনঃ সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে

আউটসোর্সিং চাকরি সরকারিকরণের কোন সুযোগ নেই। কারণ এই চাকরির সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগ পত্রের সময় এ বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া হয়।

আউটসোর্সিং চাকরির বেতন কত?

আউটসোর্সিং চাকরির বেতন ১৬,০০০ থেকে শুরু হয়ে ২০,০০০ টাকা হয়ে থাকে। মূলত আউটসোর্সিং চাকরির বেতন নির্ধারিত নয়। আউটসোর্সিং চাকরির ক্যাটাগরির ধরনের উপর বেতন নির্ধারিত হয়।

কোন কোন পদে আউটসোর্সিং নিয়োগ দেয়া যায়?

  • ল্যাব এটেনডেন্ট 
  • ইর্মাজেন্সি এটেনডেন্ট
  • স্ট্রেচার বেয়ারার
  • ওয়ার্ড বয়
  • সিকিউরিটি গার্ড 
  • ক্লিনার 
  • সহকারী গার্ডেনার
  • হেলপার
  • স্যানিটারী হেলপার
  • এসি মেকানিক হেলপার
  • চৌকিদার
  • আয়া
  • সহকারী বাবুর্চি
  • লিফটম্যান
  • লাইনম্যান 
  • ফরাশ লষ্কর
  • মাসন হেলপার
  • আরো অন্যান্য 

আউটসোর্সিং চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি

আউটসোর্সিং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন সময় প্রকাশিত হয়। সাম্প্রতিক সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কিছু জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুনঃ আউটসোর্সিং পদে কারিগরি শিক্ষা বোর্ডে নিয়োগ।

আরো পড়ুনঃ সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

আউটসোর্সিং চাকরির বর্তমান অবস্থা

বর্তমানে আউটসোর্সিং চাকরিজীবী সকল কর্মচারীরা চাকরি স্থায়িত্বকরণের জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তবে বাংলাদেশ সরকার আউটসোর্সিং চাকরি জাতীয়করণের পক্ষে নয়। 

এ আউটসোর্সিং চাকরি জাতীয়করণ করত গত ২৫ বছর থেকে আন্দোলন করছে কর্মচারীরা। কিন্তু এখন পর্যন্ত এরকম সমাধান হয়নি। ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না।

সারকথা

আউটসোর্সিং চাকরির মেয়াদ কতদিন এবং চাকরির বেতন সম্পর্কে আজকের পোস্টের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া আউটসোর্সিং চাকরির বিষয়ে বিভিন্ন প্রশ্ন-উত্তর আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আপনার পরিচিতদের মধ্যে যারা আউটসোর্সিং চাকরিতে নিয়োজিত তাদের কাছে আজকের পোস্ট শেয়ার করতে পারেন।

 

Similar Posts

  • সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম জানুন

    সিম কার্ড হারিয়ে গেলে আমরা অনেকেই সিম রেজিস্ট্রেশন বাতিল করতে চাই। সেক্ষেত্রে সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা থাকলে সিম রেজিস্ট্রেশন বাতিল করতে সহজ হবে। সিম কার্ড হারিয়ে যাওয়া ছাড়াও অনেক সময় আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে আপনার ব্যবহৃত সিম কেউ তুলে নিতে পারে। সে সময়ও সিম কার্ড বন্ধ করা বা সিম…

  • প্রাণ কোম্পানির বেতন কত

    প্রাণ কোম্পানিতে চাকরি করতে চাচ্ছেন কিন্তু প্রাণ কোম্পানির বেতন কত টাকা জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে প্রাণ কোম্পানির সকল কর্মীর বেতন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।  দেশের প্রধান কয়েকটি পণ্য সামগ্রী কোম্পানির মধ্যে প্রাণ কোম্পানি অন্যতম। দেশের প্রায় অর্ধেক পণ্য সামগ্রী এই কোম্পানির দখলে। প্রত্যেক মাসে বা বছরে প্রাণ কোম্পানি হাজার হাজার কর্মী নিয়োগ করে…

  • সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে

    সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি বা কাজে সত্যায়িত কাগজ লাগে। চাকরির আবেদনের ক্ষেত্রে সত্যায়িত কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে তা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। সাধারণত সত্যায়িত কাগজের নির্দিষ্ট কোন মেয়াদ থাকে না। কারণ সত্যায়িত কাগজের মেয়াদ নির্ভর করে ব্যাবহারের উদ্দেশ্য ও প্রয়োজনের উপর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যায়িত কাগজের সময়সীমা নির্দিষ্ট থাকে।…

  • চেকের মেয়াদ কতদিন থাকে

    চেক হলো এক ধরনের হস্তান্তরযোগ্য লিখিত দলিল যার মাধ্যমে ব্যাংক হতে অর্থ প্রদান করা হয়। কিন্তু শুধু চেক থাকলেই ব্যাংক থেকে যে টাকা পাবেন এমনটা নয়। কারণ চেকের মেয়াদ উত্তীর্ণ হলে সেই চেকের কোন মূল্য থাকে না। তাই আসুন, চেকের মেয়াদ কতদিন থাকে এবং বৈধ চেকের মেয়াদ কত মাস তা জেনে নেই। চেকের মেয়াদ কতদিন থাকে?…

  • জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত

    আপনার কি ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা আছে? কিন্তু ম্যাজিস্ট্রেট এর বেতন কত টাকা জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেতন কত টাকা জেনে নেওয়া যাক। ম্যাজিস্ট্রেট হাওয়ার স্বপ্ন কে না দেখে। দেশের প্রায় অধিকাংশ মেধাবী শিক্ষার্থী ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখে থাকে। তবে একজন ম্যাজিস্ট্রেটের বেতন ভাতা নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকে।  তাই চলুন, আজকের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *